জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ক্যাম্পাস
জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  © টিবিএম ফটো

বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বারোটা ১ মিনিটে অমর একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক, রেজিস্ট্রার রহিমা কানিজ, কোষাধ্যক্ষ রাশেদা আক্তার, প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট ও বিভাগের সভাপতিবৃন্দ।

উপাচার্যের পর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, বিভিন্ন হল প্রসাশন, বিভাগ অনুষদ, ছাত্রসংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এদিকে ভাষা দিবসকে কেন্দ্র করে মধ্য রাতে জাবি শহিদ মিনার প্রাঙ্গন লোকে লোকারণ্য হয়ে উঠে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা ব্যাবস্থাও জোরদার করা হয়েছে।


মন্তব্য