যবিপ্রবিতে জামালপুর এসোসিয়েশনের নেতৃত্বে সিয়াম-আলী

যবিপ্রবি
  © মোমেন্টস ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগে অধ্যয়ণরত শিক্ষার্থীদের সংগঠন জামালপুর এসোসিয়েশন যবিপ্রবির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সদ্য সাবেক সভাপতি আশরাফুল ইসলাম রায়হান ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা সারা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৩-২৪ সেশনের কার্যনির্বাহী এ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকের শিক্ষার্থী সিয়াম সরকার ও সাধারণ সম্পাদক পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আলী মনোনীত হয়েছেন। 

এছাড়া সহ সভাপতি পদে নোমান ইসলাম, রাইসুল ইসলাম হৃদয়, শিহাব আহমেদ, জোবাইদ হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, নাসির উদ্দিন; সাংগঠনিক সম্পাদক সালমান এম রহমান, আব্দুল ওয়াকিল; সহ সম্পাদক রাজিবুল হাসান, শাকিল হাসান; কোষাধ্যক্ষ আবরার সাদমান অর্পন; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূরনেহার আক্তার, মারুফা আক্তার; মিটিং/প্রোগ্রাম আহ্বায়ক সজিব ইসলাম; প্রচার সম্পাদক শরিফুল ইসলাম; সদস্য শোয়েব হাসান সোহাগ, ওয়াজকুরুনী রহমান, মোঃ শাফি, আসিফ আল হাসান, তামজিদ হাসান, মুরসালিন আহমেদ রিয়াদ, তানিম হাসান মনোনীত হয়েছেন। উক্ত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সংগঠনের উপদেষ্টা হিসাবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোশারফ হোসাইন, একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক হোসাইন আলী, গনিত বিভাগের প্রভাষক জে আর এম বোরহান।


মন্তব্য


সর্বশেষ সংবাদ