০৭ মার্চ ২০২৩, ১৭:২০

এবার হল প্রভোস্টের বিরুদ্ধেই হেনস্তার অভিযোগ আনলেন কুবির সেই ছাত্রলীগ নেত্রী

কুবির শেখ হাসিনা হল ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী ফাইজা মেহজাবিন  © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলের প্রভোস্টের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন সেই হলের শাখা ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মেহজাবিন। গতকাল সোমবার (৬ মার্চ) উপাচার্য বরাবর লিখিত আকারে তিনি এই অভিযোগ করেন। 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিগত তিন মাসে আমাদের হলের (শেখ হাসিনা হল) প্রাধ্যক্ষ সাহেদুর রহমান স্যার নানাভাবে আমাকে হেনস্তা করেছেন। কখনো তিনি বিনা অনুমতিতে ঠুনকো অজুহাতে আমার কক্ষে প্রবেশ করে আমাকে বিব্রত করেছেন, কখনো পূর্ব নোটিশ ব্যতীত কক্ষের ব্যক্তিগত লকার চেক করেছেন। একজন পুরুষ শিক্ষকের হুটহাট আমার কক্ষে প্রবেশের বিষয়টি আমাকে প্রায় সময় বিব্রত করে। এসব ঘটনাকে আমি ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করি। এছাড়া অন্যান্য নারী শিক্ষার্থীদের কক্ষেও তিনি প্রায়ই অবাধে প্রবেশ করেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এ সকল বিষয় এবং হলের নানা সমস্যা নিয়ে কথা বলতে গেলে প্রাধ্যক্ষ স্যার আমাকে নিয়ে বিভিন্ন সময় অশালীন মন্তব্য এবং অপমানজনক আচরণ করেছেন। তার এহেন কর্মকাণ্ডের বিরোধিতা করায় তিনি আমার ওপর প্রায়ই ক্ষোভ ঝাড়তেন। এ ঘটনাগুলোকে আড়াল করতে সম্প্রতি তিনি গণমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন। আমি মনে করি, তার এসব কর্মকাণ্ড আমার ওপর ব্যক্তি আক্রমণের বহিঃপ্রকাশ মাত্র।