স্বর্ণপদক প্রাপ্ত  দুই শিক্ষার্থীকে চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সংবর্ধনা

জাবি
  © টিবিএম ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ৬ষ্ঠ সমাবর্তনে 'শরফুদ্দিন স্বর্ণপদক' প্রাপ্ত চাঁদপুরের দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জাবিতে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ। 

গত মঙ্গলবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

স্বর্ণপদক প্রাপ্ত দুই শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী ঊর্মি দাশ এবং পরিসংখ্যান বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী খায়রুল ইসলাম।

ঊর্মি দাশ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন এবং খায়রুল ইসলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। 

স্বর্ণপদক প্রাপ্ত ঊর্মি দাস বলেন, 'আমি চাঁদপুরের সন্তান। চাঁদপুর জেলা সমিতি যে আমাকে সংবর্ধনা দিয়েছে এটা খুবই আনন্দের। এরকম কাজগুলো ভবিষ্যতে চাঁদপুরের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। আর সর্বোপরি সংবর্ধনা পেয়ে আমি খুবই আনন্দিত।'

স্বর্ণপদক প্রাপ্ত খায়রুল ইসলাম বলেন, 'আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক পাবো। চাঁদপুরের শিক্ষার্থীরা আমাকে যে সংবর্ধনা দিয়েছে তা পেয়ে আমি খুবই আনন্দিত।'

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা বলেন, 'শিক্ষার্থী হিসেবে আমাদের প্রথম কাজ পড়াশুনা করা। তারপর অন্যান্য কাজ। জেলা সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে পারে এবং বিপদে-আপদে একে অন্যকে সাহায্য করতে পারে। চাঁদপুরের দুই কৃতি সন্তান স্বর্ণপদক পেয়েছে। আমরা তাদের নিয়ে গর্ববোধ করি। আশা করি ভবিষ্যতে চাঁদপুরের আরোও বেশি শিক্ষার্থী স্বর্ণপদক পাবে।' 

সংগঠনটির সভাপতি ফরিদ আহমেদ জয় বলেন, 'আমাদের চাঁদপুরের ২ জন স্বর্ণপদক প্রাপ্তদের সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত।আশাকরি সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমাদের বর্তমান শিক্ষার্থীরা অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাবে।'

আরও পড়ুন: গণরুম উচ্ছেদ ও ডাকসু নির্বাচন চেয়ে ঢাবিতে ছাত্র ফ্রন্টের সমাবেশ

সংগঠনটির সাধারণ সম্পাদক তানবীর ইসলাম নিশাত বলেন, 'স্বর্ণপদক প্রাপ্ত দুইজন আমাদের চাঁদপুরের গর্ব। আমরা তাদের নিয়ে গর্ববোধ করি। তাদের এ সাফল্য আমাদের চাঁদপুরের শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।'

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মেসবাহউদ্দিন সরকার এবং একই ইনস্টিটিউটের অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারী। 

অনুষ্ঠান শেষে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করা হয়।


মন্তব্য


সর্বশেষ সংবাদ