ইবিতে দা'ওয়াহ বিভাগের প্রাক্তন -বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইবি সংবাদদাতা:
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৫:৫৮ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৩, ০৫:৫৮ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী উপলক্ষে শনিবার (১৮ মার্চ) সকাল পৌনে ৯ টায় আনন্দ র্যালি বের করে বিভাগটি।
র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে মিলিত হয়। পরে সেখানে বিভাগটির আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয় । জানা যায়, বিভাগটির ৩২টি ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
সাধারণ সভায় দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়শেনর সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ, বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, এ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট এর মহাপরিচালক ড. এম. আব্দুল আজীজ।
এছাড়া প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, পরিবাহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মাসহ বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘অ্যালামনাই হলো এমন একটা প্লাটফর্ম যা আমদের অনুভূতি তৈরি করে। আজ আমরা এই অনূভতির জোরেই এক মহাবৃক্ষে পরিণত হয়েছি। এই মহাবৃক্ষের বীজ হলো এই ডিপার্টমেন্ট। পৃথিবীর অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের অ্যালামনাইদের নিয়ে বিভিন্ন ফাউন্ডেশন ও প্রতিষ্ঠান গড়ে তুলেন। আমরাও এরকম ফাউন্ডেশন গঠন করব যাতে একটা ছেলেও ঝড়ে না পড়ে সেক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। আমাদের অ্যালামনাইদের নব্য গ্রাজুয়েটদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।