কুবি শাখা ছাত্রলীগের একাংশের মোমবাতি প্রজ্বলন

কুবি
  © মোমেন্টস ফটো

২৫ মার্চ কালরাত ও গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা কর্মসূচী পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ করে তারা।

কর্মসূচীতে বিলুপ্ত কমিটির সহ-সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন হলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ শ্রদ্ধাভরে স্মরণ করছে যারা আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে মৃত্যু বরণ করেছে। তাদের সকলের প্রতি আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি।’

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন মাসুম বলেন, ‘গণহত্যা, সাংবিধানিক এবং আন্তর্জাতিক স্বীকৃতি দান, গণহত্যা ও স্বীকৃতি আইন প্রবর্তন ও পাকিস্তানকে রাষ্ট্রীয় ভাবে ক্ষমা প্রার্থনা এবং স্বাধীনতা বিরোধী-যুদ্ধোপরাধী-মৌলবাদী জামায়াত-শিবিরকে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবীতে বাংলাদেশ ছাত্রলীগের গৃহীত সকল কর্মসূচীর সাথে আমরা একাত্বতা প্রকাশ করছি এবং আজকের এই জায়গা থেকে আমরা নব উদ্যমে এগিয়ে যাওয়ার শপথ করছি।’

নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান জেরিন বলেন, ‘আজকের এই কর্মসূচি তাদের উদ্দেশ্যে যারা আমাদের স্বাধীনতা প্রাপ্তিকে সহজ করে দিয়েছিল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী সকল শহিদ এবং গাজীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  ম. রকিবুল ইসলাম রকি, ইমাম হোসেন মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম,  বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি জিলান আল সাদ এহসান, কাজী নজরুল হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান জেরিন, শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মেহজাবিন, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতা তাহারাতরিব হোসেন পাপন মিয়াজি, শরীফ উদ্দিনসহ বিভিন্ন হলের অন্যান্য নেতাকর্মীরা।


মন্তব্য