জাবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে ফয়সাল- জিসান

জাবি
ফয়সাল- জিসান  © মোমেন্টস ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের ৪৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ৪৬তম ব্যাচের বাংলা বিভাগের  জহির ফয়সালকে সভাপতি এবং একই ব্যাচের ইতিহাস বিভাগের জিসান মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) বিকেলে সংগঠনটি প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয় আংশিক এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হল ।

নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি পদে আছেন রাসেল আহমেদ, নিরব হোসাইন, ফয়সাল আহমেদ, ইমতিয়াজ জোবায়ের, অলি হাসান বাপ্পি, তুহিন প্রামাণিক ও আবু জাফর। যুগ্ম সম্পাদক পদে আছেন এম এ নিশাত, খালিদ মাহমুদ তন্ময় ও মো. আদিব হাসান।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে ইকবাল হোসাইন এবং সহ-সাংগঠনিক পদে আছেন আবু বকর, গাজী জহির ও আশিকুজ্জামান আশিক।  
কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আছেন সিফাত মাহমুদ ও উপ-দপ্তর হিসেবে আছেন ইমু হোসাইন। এছাড়াও সম্পাদকীয় পদে আছেন ২৩ জন এবং কার্যকরী সদস্য হিসেবে আছেন তিনজন।

কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আছেন সিফাত মাহমুদ ও উপ-দপ্তর হিসেবে আছেন ইমু হোসাইন। এছাড়াও সম্পাদকীয় পদে আছেন ২৩ জন এবং কার্যকরী সদস্য হিসেবে আছেন তিনজন।

নবগঠিত কমিটির সভাপতি জহির ফয়সাল বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় সাড়ে চৌদ্দহাজার শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের ন্যায্য দাবি দাওয়া নিয়ে ছাত্র অধিকার পরিষদ কাজ করবে। এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক্ট ১৯৭৩ অনুযায়ী জাকসু নির্বাচনসহ সকল গণতান্ত্রিক ধারা সম্মুন্নত রাখায় আমরা অগ্রণী ভূমিকা পালন করবো।'


মন্তব্য