সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়ার ঘটনায় ডুজার উদ্বেগ

ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি  © ফাইল ফটো

রাজধানী ঢাকার অদূরে সাভারে কর্মরত প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল৷ 

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোনো আনুষ্ঠানিক অভিযোগ কিংবা পরোয়ানা ছাড়াই সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নেওয়ার ঘটনা উদ্বেগজনক৷ তুলে নেওয়ার পর আইন শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি স্বীকার না করার ঘটনা বিপজ্জনক৷ এ ধরনের ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতা এবং সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতার প্রতি একধরনের হুমকি বলে আমরা মনে করি৷ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘যে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় তার প্রতিবিধান সম্ভব। তা না করে ভোরে একজন সাংবাদিককে তাঁর বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা সাংবাদিকতা ও সাংবাদিকদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম বিরূপ আচরণ। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখতে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা থাকা উচিত বলে আমরা মনে করি। অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, তা স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় সুরাহা করা যেতে পারে।’


মন্তব্য