জাবিতে মাদারীপুর জেলা ছাত্র সংসদের দায়িত্বে বিল্লাহ ও মামুন

জাবি
  © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন 'মাদারীপুর জেলা ছাত্র সংসদে'র ৪৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে ম্যানেজমেন্ট বিভাগের ৪৭ ব্যাচের মাসুম বিল্লাহকে সভাপতি এবং ভূতাত্ত্বিকবিজ্ঞান বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি কে এম ইমাম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ বলেন, 'বিশ্ববিদ্যালয়ে নিজ জেলার শিক্ষার্থীদের  পারস্পারিক সহযোগিতা এবং যোগাযোগ বৃদ্ধি করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাব।'

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'মাদারীপুর জেলাস্থ জাবি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতির বিকাশে পরস্পর সহযোগিতা করে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই আমাদের জেলা সমিতি কাজ করে যাবে।'

উল্লেখ্য, সংসদটি বিশ্ববিদ্যালয়ের মাদারীপুর জেলার শিক্ষার্থীদের যাবতীয় সহযোগিতা ছাড়াও ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে


মন্তব্য


সর্বশেষ সংবাদ