ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন ঢাবি অধ্যাপক আব্দুর রশীদ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন ঢাবি অধ্যাপক আব্দুর রশীদ  © ফাইল ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ।

এ বিষয়ে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা এক প্রজ্ঞাপন জারি করেছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদের আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপন এ নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১১(১) ধারা অনুসারে ড. মুহাম্মাদ আব্দুর রশীদ অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।’


৪ টি শর্তে এ নিয়োগ প্রদান করা হয়েছে। শর্তগুলো হচ্ছে- ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর (অধ্যাপক আব্দুর রশীদ) নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে; ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ আব্দুর রশীদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাভিশনসহ বেসরকারি টেলিভিশনের ইসলামি আলোচক। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়্যারমানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। এছাড়া, অধ্যাপক আব্দুর রশীদ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ইতিহাস পরিষদ ও বাংলা একাডেমির আজীবন সদস্য।

এছাড়াও কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েশন অ্যান্ড অর্ডিন্যান্স কমিটির সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনিস্টটিউশনাল রিভিউ বোর্ড, আইসিডিডিআরবি’র এথিক্যাল রিভিউ কমিটি (ইসিআর), আইইডিসিআর এর সদস্য।

এছাড়াও সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, হজ্ব ফাইন্যান্স কো. লি. এর শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য। ইনস্টিটিউটশনাল রিভিউ বোর্ড, ইউজিসি কর্তৃক কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য গঠিত 'আল-হাইয়াতুল উলিয়া'র নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড. আব্দুর রশীদ।

মৌলিক গ্রন্থসহ দেশি-বিদেশি জার্নালে ড. মুহাম্মাদ আব্দুর রশীদের অসংখ্য আর্টিকেল প্রকাশিত হয়েছে। মিসরীয় সাংবাদিক মুহসিন আল আরিশির মাননীয় প্রধানমন্ত্রীর গবেষনামূলক জীবনী গ্রন্থ 'শেখ হাসিনা : উপাখ্যান ও বাস্তবতা' এর অনুবাদক ও সম্পাদক আব্দুর রশীদ।


মন্তব্য