কুবি শিক্ষকের বিরুদ্ধে তিনটি মানোন্নয়ন পরীক্ষার উত্তরপত্র হারিয়ে ফেলার অভিযোগ

কুবি
  © লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক শিক্ষকের বিরুদ্ধে মানোন্নয়ন পরীক্ষার তিনটি উত্তরপত্র হারিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষকের নাম সাদিয়া জাহান। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। 

জানা যায়, গত বছর  নভেম্বর মাসে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে উক্ত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিনজন শিক্ষার্থী 'ফার্ম-২২০২ : ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি-২’ নামক একটি কোর্সের মানোন্নয়ন পরীক্ষা দেন। সেই পরীক্ষার খাতা পরীক্ষা কমিটির সদস্যরা কোর্স শিক্ষককে বুঝিয়ে দেন। কিন্তু পরবর্তীতে ফলাফল তৈরি করতে গিয়ে  খাতাগুলো খুঁজে না পেয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর বিষয়টি জানান তিনি। 

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক সাদিয়া জাহান বলেন, 'আসলে খাতাটা পাওয়া যাচ্ছে না। যথাযথ নিয়মে কতৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত কমিটি হয়েছে, তদন্ত হচ্ছে। এর বাহিরে আমি কিছু বলতে পারবো না।'

পরবর্তীতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক। এছাড়া সদস্য সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী। 

তদন্ত কমিটির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, 'উনি এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটা চিঠি দিয়েছে। এর জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের এই বিষয়ে একটা মিটিং হয়েছে।বিশ্ববিদ্যালয় খোলা হলে ৮/৯ তারিখে আরেকটা মিটিং হবে। শিক্ষার্থীদের জন্য কি ব্যবস্থা নেয়া হবে সেটা জানা যাবে তদন্ত কমিটির রিপোর্ট দেয়ার পর।'

এই বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি এই বিষয়ে অবগত আছি। আমরা একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে


মন্তব্য


সর্বশেষ সংবাদ