প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে ববি'র ৫ শিক্ষার্থী 

ববি
  © ফাইল ছবি

স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১১ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। 

গতকাল  রবিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তাদের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে। তালিকাটি আজ সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইউজিসি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনীত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের চন্দ্রিকা সাহা,  সামাজিক বিজ্ঞান অনুষদের রাস্ট্র বিজ্ঞান বিভাগের রনি গোপাল দাস, আইন অনুষদের তাহমিনা আক্তার মুন, কলা ও মানববিদ্যা অনুষদের ইংরেজি বিভাগের শ্যামলিমা শহীদ খান, জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদ বিজ্ঞান  বিভাগের মোঃ আল আমিন।

প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারই ধারাবাহিকতায় গতকাল মোট ১৭৮ অদম্য মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদকের মনোনীত করা হয়


মন্তব্য