জবিতে গানে-গানে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

রবীন্দ্রনাথ
  © টিবিএম ফটো

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনমুখী বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সোমবার এ পরিবেশনা অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঐ মহামানব আসে' গানটি সমবেত কন্ঠে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে একে একে মোট ১৯টি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনমুখী গান পরিবেশন করেন শিক্ষক শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে সংগীত বিভাগের চেয়ারম্যান ড. মো. ঝুমুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। 


উপাচার্য বলেন, বর্তমান সময়ে তরুণদের মাঝে রবীন্দ্রনাথকে ধারণের প্রবণতা কম। অথচ দুই বাংলার মানুষের সাংস্কৃতিক সংহতি নিয়ে আমাদের জাতীয় সংগীত লেখা হয়েছে। জাতীয় সংগীতের এই সংহতিকে আমাদের জাতীয় জীবনেও ধরে রাখতে হবে। সংগীত বিভাগের এ ধরণের আয়োজনকে আমি সাধুবাদ জানাই। পরবর্তী সময়ে অনেক বড় পরিসরে জগন্নাথ বিশ্ববিদ্যায়ে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মজয়ন্তী পালনের ইচ্ছে আছে আমাদের। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সৃংস্কৃতি চর্চা বৃদ্ধির ওপর জোর দেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদসহ কলা অনুষদের ডিন, ছাত্র কল্যান পরিচালক, শিক্ষক সমিতির সভাপতিসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য


সর্বশেষ সংবাদ