০৯ মে ২০২৩, ১৭:৩২

ইবি ভিসির বিভিন্ন অফিস পরিদর্শন

অফিস পরিদর্শন করছেন ইবি ভিসি  © টিবিএম ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৯ মে) বেলা ১১টার দিকে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানকে সঙ্গে নিয়ে তিনি আকস্মিকভাবে বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি অফিস কার্যক্রম, অফিসের কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের  উপস্থিতির খোঁজ-খবর নেন। এ সময় প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাঁর সাথে ছিলেন। 

পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদেরকে যথাযথ ভূমিকা পালনের তাগিদ দেন। তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টার মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়কে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে চাকুরী বিধি মেনে সময়ানুবর্তিতা, সততা, দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।