'মোখা'র বিষয়ে সচেতন করতে ববি ভিসি'র হল পরিদর্শন

ববি
হল পরিদর্শনে ববি ভিসি  © সংগৃৃহীত

ঘুর্ণিঝড় 'মোখা'র ক্ষয়ক্ষতি থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয়ের চারটি হল পরিদর্শন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) ড.মোঃ ছাদেকুল আরেফিন।

শনিবার (১৩ মে)  বিকেলে তিনি হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন৷ এসময় তিনি, শিক্ষার্থীদের উদ্দেশ্য ঝড় শুরু হল এর বাহিরে না বেরুনোর পরামর্শ দেন।

একইসাথে দুর্যোগকালীন যেকোনো সমস্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি দেয়া হয় আবাসিক শিক্ষার্থীদের। হলগুলো পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড.মোঃ বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড.মোঃ খোরশেদ আলম, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরিদর্শন শেষে ড.মোঃ ছাদেকুল আরেফিন সাংবাদিকদের বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে যতটুকু খবর পাচ্ছি তাতে শনিবার রাত থেকে আমাদের এই অঞ্চলে আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় 'মোখা'। দুর্যোগে আমার একটি শিক্ষার্থীও যেন আতঙ্কিত না হয় সেজন্য তাদের কাছে গিয়েছিলাম আমি। দুর্যোগকালীন মুহুর্তে হলের শিক্ষার্থীদের সবরকমভাবে সহযোগিতার জন্য হল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।


মন্তব্য