মোখায় জেলার কোথাও বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি- নির্বাহী প্রকৌশলী পা উ বি

কক্সবাজার
  © টিবিএম ফটো

ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজার জেলার কোথাও বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড.তানজির সাইফ আহমেদ।

মন্ত্রনালয়ে ক্ষয়ক্ষতির বিবরনে শুন্য লিখে পত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। তিনি জানান, গেলো বছরের মে থেকে নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত ৩২ কোটি টাকার জরুরি আপদকালীন মেরামত করা হয়েছে যা সুফল হিসেবে মোখায় কোথাও বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি।

অন্যদিকে শাহপরীর দ্বীপে ১৫১ কোটি টাকার সমুদ্র তীর প্রতিরক্ষা বাঁধ এবং নাফনদীর তীরে ৭৫ কোটি টাকা ব্যয়ে পোল্ডার গুলো পুননির্মাণ করায় মোখায় টেকনাফের কোনো এলাকায় পানি প্রবেশ করেনি। দূর্যোগে ফসলের মাঠেরও ক্ষতি হয়নি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ