কুবির এফবিডিএ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম পাইওনিয়ার 

কুবি
  © টিবিএম ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় বিতর্ক সংগঠন ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং অ্যাসোসিয়েশন এর আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা "বিতর্ক উৎসব -২০২৩" অনুষ্ঠিত।  প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিভাগটির ৯ম ব্যাচের টিম পাইওনিয়ার।

যুক্তি তর্কে নিজেদের আরো শাণিত করার লক্ষে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং অ্যাসোসিয়েশন আয়োজন করে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রথম থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। প্রতিযোগিতাটি কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল সহ মোট তিনটি পর্বে অনুষ্ঠিত হয় যা গত ১২ই মে (শুক্রবার) শুরু হয়ে
 ১৬ই মে (মঙ্গলবার) পর্যন্ত চলমান ছিল। 
মঙ্লবার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ। 

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের টিম পাইওনিয়ার এবং রানার্স আপ হয়েছে একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের টিম ত্রিকোণ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন বিভাগীয় শিক্ষকবৃন্দ। 

প্রতিযোগিতা সম্পর্কে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং অ্যাসোসিয়েশনের মডারেটর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক নার্গিস সুলতানা বলেন, ' বিতর্ক একটি জ্ঞান চর্চার জায়গা। আজকে যারা সাহস করে বিতর্কে অংশগ্রহণ করেছেন তারাই অন্যদের চেয়ে একধাপ এগিয়ে রয়েছেন। নেতৃত্বদানের গুণাবলী অর্জন করতে এবং নিজেকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তুলতে বিতর্কের বিকল্প নেই।'

প্রতিযোগিতায় বিজয়ী দলের প্রতিনিধি আব্দুল্লাহ সায়েম বলেন,' এটা ছিল আমাদের প্রথমবার কোন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং চ্যাম্পিয়ন হওয়া,  যা আমাদের আনন্দের মাত্রাকে  আরো কয়েকগুণ বৃদ্ধি করেছে। সামনেও নিজেদের সর্বোচ্চ টুকু দিয়ে আরও ভালো করতে চাই আমরা।' 

এছাড়াও প্রতিযোগিতার আয়োজন এবং সংগঠনটির সভাপতি প্রণব চক্রবর্তী বলেন, 'নতুন বিতার্কিক গড়ে তোলার লক্ষ্যে ও  বিতর্কের গুরত্ব সবার মাঝে ছড়িয়ে দিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশন প্রতিবছর বিভিন্ন কর্মশালা ও  আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে।তারই ধারাবাহিকতায় এবারও আমরা আন্তঃব্যাচ বিতর্ক উৎসব আয়োজন করি। যারা বিজয়ী হয়েছে ও বিজিত হয়েছে উভয়ের জন্যই শুভকামনা।'

উল্লেখ্য, একই দিনে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয় এবং নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব অর্পণ করা হয়।


মন্তব্য