ইবির 'বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম'র সভাপতি রাকিব, সম্পাদক কামাল

ইবি
সভাপতি ও সাধারণ সম্পাদক  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কুমিল্লা, চাদঁপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত 'বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম'র নতুন কমিটি (কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪) গঠিত হয়েছে৷ এতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাকিব রায়হানকে সভাপতি ও আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে অনুষ্ঠিত সংগঠনটির এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। 

সভায় সদ্য সাবেক সাধারণ সম্পাদক আদিল সরকারের সভাপতিত্ত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ফোরামের সাবেক সভাপতি হোসাইন মজুমদার। এসময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথির বক্তব্য শেষে  তিন সদস্যের  নতুন কমিটি ঘোষণা করেন অধ্যাপক ড. এয়াকুব। কমিটির আরেক সদস্য হিসেবে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিলান খন্দকার। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন৷ এদিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে তাদের। 

অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে নতুন নেতৃত্বের ভূমিকা অপরিসীম৷ এখানে সবাই সবাইকে সহযোগিতা করে এগিয়ে নিতে হবে। এছাড়া শিক্ষার্থীদের সকল সহযোগিতায় শিক্ষকরা সর্বদা সচেষ্ট ও অটুট আছেন।


মন্তব্য