কুবির তথ্য এবার অ্যাপে
- কুবি প্রতিনিধি:
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১০:১০ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ১০:১০ AM

নতুন ওয়েবসাইট চালুর পর এবার প্রথমবারের মত 'comilla university' নামক একটি মোবাইল অ্যাপ চালু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)। যে কেউ প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবে অ্যাপটি। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইটি সেল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
'ন্যানোসফট' নামক একটি বেসরকারি কোম্পানি এই অ্যাপটি তৈরি করেছে। একই কোম্পানি বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটও তৈরি করেছে। Comilla University নামক অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের অনুষদ, অফিস, আবাসিক হল, ক্যালেন্ডার, সংবাদ, নোটিশ, বাস সিডিউলসহ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম জানান, ন্যানোসফট কোম্পানি থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের মোবাইল অ্যাপটি তৈরী করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বাজেটের অংশ হিসেবে অ্যাপটি তৈরী করা হয়েছে। অ্যাপটির জন্য আলাদা কোনো বাজেটের প্রয়োজন হয়নি।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার ও বাইরের স্টেক হোলডার, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই এ অ্যাপের মাধ্যমে উপকৃত হবে। যেকোনো বিশ্ববিদ্যালয়ে থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য সহজে কোলাবোরেট খুঁজে বের করা যাবে। গবেষণা, শিক্ষায় আমাদের মোবাইল অ্যাপটি অবদান রাখবে। অ্যাপের ভিতর যদি কোন ত্রুটি ধরা পড়ে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।'
তিনি আরো বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেসব ভিশন নিয়েছেন, সেগুলোর টেকনোলজিক্যাল সাইটের অংশ হিসেবে আমরা মোবাইল অ্যাপটি চালু করেছি।'