সাত কলেজ শিক্ষার্থীদের ফের নীলক্ষেত অবরোধ, ‘গণআত্মহত্যার’ হুমকি
- লিটন ইসলাম, ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০২:৫৬ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ০২:৫৬ PM

সিজিপিএ শর্ত শিথিল করে ন্যূনতম তিন বিষয়ে মানোন্নয়ের মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের সুযোগের দাবিতে ফের নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (২৭ আগষ্ট) রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিলটি নীলক্ষেত মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের অবরোধের ফলে নীলক্ষেত মোড়কে ঘিরে সবগুলো সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
এসময় শিক্ষার্থীদের কয়েকজনকে প্রতীকী ‘কাফনের কাপড়’ পরে থাকতে দেখা যায়। দাবি আদায় না হলে ‘গণআত্মহত্যার’ হুমকিও দিচ্ছেন শিক্ষার্থীরা। এসময় তীব্র রোদে বিক্ষোভকারী শিক্ষার্থীদের কয়েকজনকে অসুস্থ হয়ে যেতে দেখা যায়। রিপোর্ট লেখা পর্যন্ত (২ টা ৫৫ মিনিট) তাদের আন্দোলন এখনো চলমান রয়েছে।
‘শিক্ষা নিয়ে ব্যবসা, চলবে না, চলবে না’, শিক্ষা নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না’, ‘ঢাবি তোমার অন্যায়, মানি না, মানব না’, ঢাবি তোমার প্রহসন, মানি না, মানব না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেত হয়ে তারা মিছিল নিয়ে তারা নীলক্ষেত মোড়ে আসেন।
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম মোস্তফা বলেন, চূড়ান্ত পরীক্ষা দিয়ে নয় মাস পেরিয়ে গেলেও আমরা ফল পাই না। আবার যখন রেজাল্ট দেয় তখন দেখতে পাই আমাদের অধিকাংশই ফেল করেছে অথবা নট প্রমোটেড হয়েছে। এমন অবস্থা আর চলতে পারে না। আমাদের শর্ত শিথিল করে প্রমোশনের ব্যবস্থা করতে হবে। এ ধরনের ব্যবস্থার জন্য সাত কলেজের শিক্ষকরা দায়ী।