কুবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর
- কুবি প্রতিনিধি :
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৩:২৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ০৩:৪০ PM

গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। তবে, প্রথম চূড়ান্ত ভর্তি শেষে এখন পর্যন্ত এক হাজার ৩০টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি হয়েছে এক হাজার ২০ জন। আসন ফাঁকা আছে আরও ১০টি।
বৃহস্পতিবার (৩১আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ড. মাহমুদুল হাছান।
তিনি বলেন, ৩ সেপ্টেম্বর(রবিবার) থেকে নতুন বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হবে। এক হাজার ৩০ টি আসনের বিপরীতে এক হাজার ২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। মেধা তালিকা আরও দেওয়া হবে কিনা সেটি গুচ্ছ কমিটি থেকে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।
উল্লেখ্য, গুচ্ছ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭-২৮ আগস্ট প্রথম চূড়ান্ত ভর্তি কার্যক্রম হয়েছে।