জাবির সাবেক ছাত্রদল নেতা জহিরের মুক্তির দাবি বিএনপিপন্থি শিক্ষকদের
- জাবি সংবাদদাতা
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন তাঁরা।
বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে দমিয়ে রাখতেই মেধাবী ছাত্রনেতাদের চক্রান্তমূলকভাবে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এ ধরণের ঘৃণ্য রাজনৈতিক হয়রানি চূড়ান্ত ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। বাংলাদেশের মেধাবী সন্তানদের নির্যাতন করে এই অবৈধ সরকার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারবেনা। মেধাবী ছাত্রদের তুলে নিয়ে নির্যাতনের সাম্প্রতিক ঘটনাগুলো অতীতের সকল বর্বরতাকে হার মানায়। এ ধরণের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।
এতে আরো বলা হয়, অবিলম্বে জহির উদ্দিনসহ কারাবন্দি অন্যান্য মেধাবী ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা তাদের মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আর এ অস্থিতিশীলতার সরকারের সংশ্লিষ্ট মহলকেই বহন করতে হবে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট কয়েকদিন যাবত নিখোঁজ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জিসানের সন্ধান জানতে তার বাসায় যান জহির উদ্দিন বাবরসহ ছাত্রদলের পাঁচ নেতা। সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।