মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক আচরণের নিন্দা জাবি শিক্ষক ফোরামের 

জাবি
  © ফাইল ছবি

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 'হয়রানিমূলক' আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তাঁরা।
 
বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন যাবত ব্যাংক হিসাব তলব, তদন্ত ও জিজ্ঞাসাবাদের নামে ড. ইউনূসকে ক্ষমতাসীন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান হয়রানি করছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাঁর বিরুদ্ধে ক্রমাগত আক্রমণাত্মক ও অশোভন বক্তব্য প্রদান করা হচ্ছে। বিভিন্ন মামলার বেড়াজালে আটক করা হচ্ছে। এতে বিশ্বের বুকে রাষ্ট্রের মর্যাদা উঁচু করা জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মানহানি হচ্ছে। উত্থাপিত অভিযোগগুলো দেওয়ানি চরিত্রের হলেও সরকারের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে। এসব মামলাকে 'হয়রানিমূলক' হিসেবে বর্ণনা করছেন অধ্যাপক ইউনূসের আইনজীবী। এমনকি মামলাগুলো অস্বাভাবিক দ্রুতগতিতে নিষ্পত্তি করার ক্ষেত্রে সরকারের ভূমিকা দেশবাসীকে বিস্মিত করেছে। একটি বিশেষ মহল বিস্ময়করভাবে তাঁর প্রতি বৈরী মনোভাব পোষণ করেছেন। কোনো দেশপ্রেমিক নাগরিক ড. ইউনূসকে নিয়ে বিষোদগার করতে পারে না।

এতে আরো বলা হয়, দেশবাসী যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলনরত তখন ড. ইউনূসের এই আইনি হয়রানি মূলত স্বৈরাচারী সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার ও জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর অপচেষ্টা মাত্র। ড. ইউনূসের পক্ষে দেশ-বিদেশের দুইশরও বেশি বরেণ্য ব্যক্তিত্বদের খোলা চিঠিকে প্রাধান্য দিয়ে আইনগত ও প্রশাসনিক এই হয়রানি বন্ধ করতে হবে। অধ্যাপক ড. ইউনূসসহ দেশপ্রেমিক সকল নাগরিকের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা ও অনতিবিলম্বে এই ধ্বংসাত্মক তৎপরতা পরিহারের জোর দাবি জানাচ্ছি। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ