ইবিতে সিএসই বিভাগের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- ইবি প্রতিনিধি:
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিভাগের ৪১৯ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিভাগটির শিক্ষক এবং নবীন বরণ ও জাতীয় দিবস আয়োজন কমিটির আহবায়ক ড. মোঃ হাবিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ ফারুকুজ্জামান খান, প্রফেসর ড. মোঃ আহসান উল আম্বিয়া, প্রফেসর মোঃ ইব্রাহীম আব্দুল্লাহ, এ্যাসোসিয়েট প্রফেসর মোঃ মোজাহিদুল ইসলাম ও আ ও ম আছাদুজ্জামান৷
পরে বিকাল সাড়ে ৩টার দিকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
উল্লেখ্য, সিএসই বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫০টি আসনের বিপরিতে ৪৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে৷