টানা চতুর্থ জয়ের মধ্য দিয়ে সেমি ফাইনালে বাংলা বিভাগ

ক্যাম্পাস
  © টিবিএম ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ইংরেজি বিভাগকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে  বাংলা বিভাগ। 

আজ রবিবার ( ৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শুরু হয়  ম্যাচটি। ম্যাচের প্রথম থেকেই দুই দলই সমান তালে খেলতে থাকে। প্রথমার্ধে দুই দল একাধিক গোলের সুযোগ সৃষ্টি  করলেও  কেউই  সাফল্যের দেখা পায়নি। ফলে গোল শূন্য থেকেই শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে  বাংলা বিভাগ। একের পর এক আক্রমনে ইংরেজি বিভাগের রক্ষন কাপিয়ে তুলেন তারা। অবশেষে ২৯ মিনিটে ইংরেজি বিভাগের রক্ষণে ফাটল ধরিয়ে  দুর্দান্ত গোল করেন সাদিকুল ইসলাম। এই গোলের মাধ্যমে ১–০ তে এগিয়ে যায় বাংলা বিভাগ। এরপর আরো কয়েক টি গোলের সুযোগ সৃষ্টি হলেও লক্ষ্য ভেদ করতে পারেনি কেউ। ফলে  (১–০) গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলা বিভাগ কে। জয়ের মধ্যদিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করল বাংলা বিভাগ। 

এই খেলা উপভোগের জন্য মাঠে  উপস্থিত ছিলেন দুই বিভাগের শিক্ষক, কর্মকর্তা সহ প্রায় শতাধিক শিক্ষার্থী।


মন্তব্য


সর্বশেষ সংবাদ