ঢাবি উপাচার্যের সঙ্গে স্পেনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৩ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৩ PM

স্প্যানিশ ল্যাংগুয়েজ এন্ড কালচার বিষয়ক ইন্ডিটেক্স চেয়ার অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মসকুয়েরা-এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক মারিয়া জোসেফা মার্টিনেজ লোপেজ এবং কার্লোস পিওরো।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য প্রতিনিধি দলের সদস্যদের ধন্যবাদ জানান।