সাজেক যাওয়ার পথে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৭ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৭ PM

রাঙামাটির সাজেকে ভ্রমণে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিপিতা চাকমা।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বাংলাদেশ মোমেন্টসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বার্ষিক ট্যুরে বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৩২ জনের একটি দল গতকাল মঙ্গলবার রাতে রাঙ্গামাটির সাজেকের উদ্দেশ্যে রওয়ানা দেয়। আজ বুধবার দুপুরে সাজেক যাওয়ার পথে তাদের গাড়ি আটক করেন দুর্বৃত্তরা। পরে ওই শিক্ষার্থীকে অপহরণ করে।
এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ গণমাধ্যমে বলেন, বেলা সোয়া ১২টার দিকে ওই ছাত্রী সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। শিগগিরই ওই ছাত্রীকে উদ্ধার করতে পারব বলে আমরা আশাবাদী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বাংলাদেশ মোমেন্টসকে বলেন, তাকে উদ্ধারে অভিযান চলছে। এখনো পাওয়া যায়নি।