অপহৃত ঢাবি শিক্ষার্থী ‘নিরাপদে আছেন’
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৪ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৪ PM

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিপিতা চাকমা ‘নিরাপদ আছেন’ আছেন বলে জানান লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের সাজেক যাওয়ার পথে শিজকছড়া এলাকায় অপহরণের শিকার হন দিপিতা চাকমা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বার্ষিক ট্যুরে বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৪০ জনের একটি দল গতকাল মঙ্গলবার রাতে রাঙ্গামাটির সাজেকের উদ্দেশ্যে রওয়ানা দেয়। আজ বুধবার দুপুরে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দিপীকা চাকমাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার সাথে সাথে পুলিশ, সেনাবাহিনী পর্যটককে উদ্ধারে কাজ শুরু করে।
লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌস আরফিনা ওসমান বলেন, ‘মেয়েটা রেসকিউ (উদ্ধার) হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা অপহরণ করেছে সেসব পাহাড়ি ছেলেরা তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করেছে। তারা তাদের (মা-বাবা) কাছেই তাদের মেয়েকে হ্যান্ডওভার (হস্তান্তর) করবে। কিন্তু কোনো বাঙালির কাছে নয়। তার মা-বাবা তাকে রেসকিউ করতে যাচ্ছেন সেখানে।’
তিনি বলেন, ‘আর্মি-পুলিশ সবাই অ্যাকশনে আছে। আমরা বিভাগ থেকে নিয়মিত যোগাযোগ রাখছি। মেয়েটা সেইফ (নিরাপদ) আছে। মা-বাবার সঙ্গে মেয়েটার কথা হয়েছে। তারা এখন মেয়েকে আনতে রাঙামাটির দিকে যাচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, তাকে উদ্ধারে অভিযান চলছে।