পাবিপ্রবিতে ফার্মেসি বিভাগে বিদায় সংবর্ধনা

ক্যাম্পাস
পাবিপ্রবি  © সংগৃৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বুধবার (৬ সেপ্টেম্বর) বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি ড. শরিফুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের শিক্ষক ও সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম এবং মোছা: রেশমা আক্তার। 

নাচ, গান, কৌতুক, কবিতা আবৃতি, ফানবক্স ও পিলো পাসিং সহ নানা আয়োজনের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ক্যাম্পাস জীবনের মধুর স্মৃতি রোমন্থন করেন। তাদের এই বক্তব্য কখনো হাসির রোল ফেলেছে আবার কখনো আবেগে আপ্লুত করেছে সবার মন। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিভাগের সভাপতি ড. শরিফুল হক। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়াও তিনি অনুষ্ঠানের আয়োজকসহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ পৃথুল। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নিচতলায় গ্যালারীতে অনুষ্ঠিত হয়। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ