ঢাবিতে গাছের ডাল ভেঙ্গে এক রিকশাচালক নিহত, আহত ২

ঢাবি
ভেঙে পড়া গাছের ডাল (টিএসসি)  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরের পাশে অবস্থিত ‘বুদ্ধ নারিকেল’ গাছের ডাল ভেঙ্গে পড়ে এক রিকশাচালক নিহত ও ২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদা। নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ঘটনা ঘটে। বিষয়টি সন্ধায় বাংলাদেশকে মোমেন্টসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়। এসময় টিএসসির ‘নারিকেল বুদ্ধ’ গাছের পাশে যাত্রীকে বৃষ্টি থেকে বাঁচাতে পলিথিন দিচ্ছিলেন রিকশাচালক। এমন সময় হঠাৎ ওই গাছের ডাল ভেঙ্গে পড়ে রিকশার ওপর। এতে গুরুতর আহত হন রিকশাচালক ও পাশে থাকা এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজন। আশেপাশে উপস্থিত থাকা ব্যক্তিরা আহত অবস্থায় ওই রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বাংলাদেশ মোমেন্টসকে বলেন, হঠাৎ গাছের ডাল ভেঙ্গে পড়ে একজন রিকশাচালক ও এক শিক্ষার্থী আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।


মন্তব্য