ঢাবির জসীম উদ্দিন হলের জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

ঢাবি
বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের ৩ দিনব্যাপী চতুদর্শ পল্লীকবি জাতীয়  বিতর্ক প্রতিযোগিতার আয়োজন আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শুরু হয়েছে।

বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে অনলাইনে নিবন্ধনকৃত বিশ্ববিদ্যালয় পর্যায়ের শতাধিক দলের মধ্যে ৩৬টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

৩ দিনব্যাপী উক্ত প্রতিযোগিতায় আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগামীকাল ৮ সেপ্টেম্বর মূল বিতর্ক প্রতিযোগিতা এবং ৯ সেপ্টেম্বর চূড়ান্ত পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
বিতর্ক চর্চা একজন শিক্ষার্থীর মেধা-মনন বিকাশে যেমন সহায়ক হয়, ঠিক তেমনি বিতর্ক শিক্ষার্থীদেরকে সঠিক ও সৎ পথে পরিচালিত করে। তিনি আরও বলেন, বিতর্ক একজন শিক্ষার্থীর মধ্যে পরমতসহিষ্ণুতার প্রবণতা বৃদ্ধি করে যার মাধ্যমে সে একজন আদর্শ ও সহনশীল মানুষ হিসেবে গড়ে ওঠে। প্রতি বছরের ন্যায় ধারাবাহিকতা রক্ষা করে এবারও বিতর্ক উৎসবের চতুর্দশতম আসরের আয়োজন করার জন্য তিনি কবি জসীম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। 

কবি জসীম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান তার বক্তব্যে বলেন,  বিতর্ক একজন মানুষকে সত্যানুসন্ধিৎসু মানুষ হিসেবে গড়ে তোলে। তাই, একজন বিতার্কিক দেশ ও দশের কল্যাণে অন্য যে কোন নাগরিক এর তুলনায় অধিকতর শক্তিশালী ভুমিকা রাখতে পারে।

প্রধান আলোচকের বক্তৃতায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম বলেন, "বিতর্কের মাধ্যমে একজন মানুষের চিন্তার জগৎ প্রসারিত হয় এবং মানুষ যেকোনো বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোন থেকে ভাবতে শেখে।

অনুষ্ঠানে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, কবি উদ্দিন হল ডিবেটিং ক্লাবের মডারেটর মুহাম্মদ ইহসান উল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল ডিবেটিং ক্লাবের প্রতিনিধি, হলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি জসীম উদ্দিন ডিবেটিং ক্লাবের সভাপতি এস এম ফরহাদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন,   “সত্য-সুন্দর পথ ও মননের যৌক্তিক বহিঃপ্রকাশে বিতর্ক বরাবরের মতোই বিতার্কিক ও বিতর্ক প্রেমীদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করে। এবারের আয়োজন নিঃসন্দেহে বিতর্ক অঙ্গনের সীমা পেরিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছেও অনন্য আবেদন তৈরী করবে।”

এই আয়োজনে মূল বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি থাকবে সান্ধ্যকালীন ‘প্রদর্শনী বিতর্ক’। উক্ত প্রদর্শনী বিতর্কে দেশের খ্যাতিমান বিতার্কিকগণ অংশগ্রহণ করবেন।  অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন।


মন্তব্য


সর্বশেষ সংবাদ