জবির জেবুন নেসা ট্রাস্ট ফান্ডের বৃত্তি প্রদান
- আসাদুজ্জামান আপন, প্রতিনিধি:
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেবুন নেসা ট্রাস্ট ফান্ড থেকে ইতিহাস বিভাগের দশজন নারী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ তলায় ৪০১ নম্বর রুমে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের গঠনতন্ত্র অনুযায়ী ইতিহাস বিভাগের ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের আর্থিকভাবে অসচ্ছল মেধাবী পাঁচ জন ছাত্রী করে মোট দশজনকে সাত হাজার করে মোট সত্তর হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খোদেজা খাতুন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রচুর ঘাটতি আছে। মাঝে মধ্যে অনেক ছেলে মেয়ে ফর্ম ফিলাপ, বেতনের টাকা দিতে পারে না। ফ্রান্ডটি হওয়ায় অধ্যাপক মঞ্জুমা হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়া অনুষ্ঠানে জেবুন নেসা ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক মঞ্জুমা হক বলেন, আমার একটি স্বপ্ন আজ বাস্তবায়িত হতে যাচ্ছে। আমি সীমান্ত এলাকা দিনাজপুরে বেড়ে উঠেছি, আমার সময়ে অনেক মেধাবী ছাত্রীকে দেখেছি যারা আর্থিক সহায়তা না পেয়ে ঝড়ে পড়েছে। সেই ভাবনাকে কেন্দ্র করে আমার জীবনসঙ্গী অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমের পরামর্শে এটি শুরু করি।
মা জেবুন নেসা সম্পর্কে তিনি বলেন, আমার মার ইচ্ছে ছিল তিনি ডাক্তার হবেন। কিন্তু ওই সময় সামাজিক পরিবেশ মেয়েদের অনুকূলে ছিল না। মা মুক্তিযুদ্ধের সময় ভারতে শরণার্থী শিবিরে ভাইকে কয়লা দিয়ে ক,খ শিখিয়েছেন। আম্মার মতো যারা সকল বাধা বিপত্তি জয়ের স্বপ্ন দেখে আমার প্রচেষ্টা তাদের পথকে মসৃণ করবে আশাকরি।
বৃত্তি প্রাপ্তদের মধ্যে ২য় বর্ষের শিক্ষার্থী রুকসানা নাজনীন তোহা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এধরনের বৃত্তি আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। বৃত্তি পেয়ে ভাল লাগছে এজন্যই যে এখন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠা আসা মেধাবী শিক্ষার্থীরা সু্যোগ পাচ্ছে উচ্চ শিক্ষা অর্জনের এবং আমাদের পাশে পাচ্ছি এমন মহতি ব্যক্তিদের।
একই বর্ষের শিক্ষার্থী তমা রানী রায় বলেন, যেকোন অর্জনই আনন্দের খোরাক জোগায়। নারীর অগ্রযাত্রার সারথি হয়ে সমাজের সকলের এগিয়ে আশা উচিত এধরনের কর্মকান্ডে।
অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, আমাদের বিভাগে প্রথম কোন বৃত্তি চালু করার জন্য ট্রাস্ট ফান্ডের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৃত্তিটি শুধু মাত্র মেয়েদের জন্য হলেও ভবিষ্যতে আশা করবো ছেলেদের জন্য যেন ব্যবস্থা করা হয়। এছাড়া বৃত্তির প্রকৃত উদ্দেশ্য ধারণ করার আহ্বান জানাচ্ছি সকলের প্রতি।
উল্লেখ্য যে, জবি শিক্ষক সমিতির সভাপতি, বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা জেবুন নেসা ট্রাস্ট ফান্ডের বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।