"১৯৭১: গনহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর ভিজিটের ফিল্ড ডায়েরী প্রদর্শনী" 

ববি
  © টিবিএম ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স  ২০২০-২১ সেশনে "সোশিয়লজি অফ ওয়ার এন্ড জেনোসাইড"  কোর্সটি পড়ানো হয়। এ কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা গত ২৯ শে আগষ্ট খুলনায় অবস্থিত "১৯৭১:গনহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর" ফিল্ড ভিজিটে গিয়েছিল । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালীদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর রাজাকাররা যে নৃশংস গনহত্যা চালিয়েছিলো তার অসংখ্য নমুনা এবং আলোকচিত্র দেখেছিলো শিক্ষার্থীরা। সে সময়ে কিভাবে এবং কতটা মর্মান্তিকভাবে নারীদের ওপর সহিংসতা হয়েছিল সেরকম অনেক প্রমান তারা প্রত্যক্ষ করেছিলো। এছাড়াও জাদুঘরে মুক্তিযোদ্ধাদের ব্যবহার করা কাপড়, চশমা, হাতঘড়িসহ মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন স্মারক বিশেষ করে ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনে ব্যবহৃত মাইকটি দেখার সৌভাগ্য হয়েছিল তাদের। উল্লেখ্য, রাজাকারদের ব্যবহার করা মোটর সাইকেল, টর্সচার সেলের নমুনা, মুক্তিযোদ্ধাদের পুড়িয়ে মারার জন্য ব্যবহৃত বয়লারের নমুনাও দেখেছিলো জাদুঘরে। 

সোশিওলজি অফ ওয়ার এন্ড জেনোসাইড কোর্সের কোর্স শিক্ষক দিলআফরোজ খানম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। শিক্ষার্থীদের মাঝে একাত্তরের চেতনা জাগ্রত করার অংশ হিসেবে তিনি এ ফিল্ড ট্রিপের আয়োজন করেন । ফিল্ড ট্রিপ শেষে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট হিসাবে ফিল্ড ডায়েরী লিখতে দেয়া হয়। পরবর্তীতে শিশিক্ষার্থীদের ফিল্ড ডায়েরিগুলো একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ১০ই সেপ্টেম্বর বেলা ১১ টায় "১৯৭১: গনহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর ভিজিটের ফিল্ড ডায়েরী প্রদর্শনী" করা হয়। এ প্রদর্শনী সম্পর্কে দিলআফরোজ খানম বলেন, "ফিল্ড ভিজিট এবং ফিল্ড ডায়েরী প্রদর্শনী করার মাধ্যমে শিক্ষার্থীরা যদি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা নিজের মধ্যে ধারণ করে সেটাই হবে আমার এই আয়োজন স্বার্থকতা"। 

ফিল্ড ভিজিট এবং এ প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যেও সাড়া ফেলেছে। একজন শিক্ষার্থী জানান, "পাঠ্য বইয়ে অসংখ্যবার ১৯৭১ এর গনহত্যা, মুক্তিযুদ্ধ এসব বিষয়ে পড়েছি, কিন্তু এসব বিষয়ে এবারই ফিল্ড ভিজিটের মাধ্যমে প্রাকটিক্যাল অনেক অভিজ্ঞতা হয়েছে । যেদিন গনহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর, খুলনাতে প্রথম প্রবেশ করেছিলাম তখন ঢুকতেই একটি ছবিতে দেখি কাক ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাচ্ছে শিশুর পঁচাগলা দেহ । মুহুর্তেই স্তব্ধ হয়ে ছিলাম । নিষ্পাপ শিশুও পাকিস্তানি হানাদারদের হাত থেকে রক্ষা পায়নি! এমন মৃত্যু কি আসলেই ঐ অবুঝ শিশুর প্রাপ্য ছিল”! উল্লেখ্য, সোশিওলজি অফ ওয়ার এন্ড জেনোসাইড এই কোর্সের অধীনে কোর্স শিক্ষক দ্রুতই মুক্তিযুদ্ধ ও গনহত্যা বিষয়ক দিনব্যাপী ফিল্ম সো এর আয়োজন করবেন ।


মন্তব্য


সর্বশেষ সংবাদ