এই অমানবিক আচরণ কোনক্রমেই গ্রহণযোগ্য না: ঢাবি ভিসি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ PM

ছাত্রলীগের দুই নেতাকে রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের পেটানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী একটি অনভিপ্রেত ঘটনার শিকার হলো এবং যারা এটি ঘটিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কোন পেশাদারিত্বের বহিঃপ্রকাশ রাখেননি। এটি খুবই অমানবিক আচরণ যেটি কোনক্রমেই গ্রহণযোগ্য না। আইনি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এর বিচার হওয়া বাঞ্ছনীয়। কারণ দেশে এখন আইনের সংস্কৃতি আছে। আইনহীনতা, বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ এখন বেরিয়ে এসেছে।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আহত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈমকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, নাঈম (ভুক্তভোগী) ও তার বন্ধুদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এখানে এক ধরনের ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। মানুষকে আঘাত করা, অঙ্গহানি ঘটানো সেটি কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়। কোন একজন সদস্যের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা ক্ষুণ্ন হবে সেটি আশা করি সরকারও চাইবে না। সেই বিষয়গুলো বিবেচনায় রেখেই এর বিচার হওয়া খুব জরুরি। এসময় তিনি ভুক্তভোগী ছাত্রলীগ নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে জানান।
আরও পড়ুন:- ছাত্রলীগ নেতাদের পেটানোর ঘটনায় এডিসি হারুন বরখাস্ত
এর আগে রাজধানীর শাহবাগ থানায় গত শনিবার দিবাগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে বেধড়ক পেটান পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ। এরপর দেশজুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। হারুনের বিচারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে শুরু করেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এ ঘটনার পর গতকাল সকালে এডিসি হারুনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। এদিন সকালে তাকে প্রথমে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এরপর দুপুরে নতুন প্রজ্ঞাপনে তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়। আজ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।