রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিতর্ক কর্মশালা আয়োজিত

রবি
  © সংগৃৃহীত

শিল্প মানেই সৌন্দর্যের বহিঃপ্রকাশ। তর্কে কোনো সৌন্দর্য নেই। তাই এটি শিল্প নয়। কিন্তু বিতর্ক একটি শিল্প। বিতর্কে সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে। সৌন্দর্যমণ্ডিত, পরিশীলিত, যুক্তিপূর্ণ তর্কই হচ্ছে বিতর্ক। জ্ঞানচর্চার অন্যতম একটি মাধ্যম বিতর্ক। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর উদ্যোগে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টেগোর লেকচার থিয়েটারে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা। 

কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ও হাউজ অব ডিবেটরসের এর ভাইস প্রেসিডেন্ট মো: আসিফুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ইংরেজি বিতর্ক উইংয়ের কো কনভেনার রাগিব আনজুম।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র উপদেষ্টা শারমিন সুলতানা বলেন, মেধা ও মনন বিকাশের মাধ্যম বিতর্ক আমাদের চিন্তাভাবনার জগৎকে প্রসারিত করে তুলে। যৌক্তিকতার মাধ্যমে সহজে ও সাবলিলভাবে একজন বিতার্কিক অন্যদের নিকট নিজের মতামতকে গ্রহণযোগ্য করে তুলতে পারে। শিক্ষার্থীরা যেন গ্রন্থগত বিদ্যাকে বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারে, মুক্ত বুদ্ধির চর্চা করতে পারে এবং যুক্তির মাধ্যমে নিজের অভিমত প্রতিষ্ঠা করতে পারে, সেই লক্ষ্য ও উদ্দেশ্যেকে নিয়েই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীর ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ডিবেটিং সোসাইটির সদস্যদের জন্য কর্মশালাটি ছিল উন্মুক্ত। এছাড়াও নিবন্ধনের মাধ্যমে অন্যান্যদের জন্যও ছিল অংশগ্রহণের সুযোগ।


মন্তব্য


সর্বশেষ সংবাদ