যবিপ্রবির শ.ম.র হলের স্পোর্টস কার্নিভাল ২০২৩ এর উদ্বোধন

যবিপ্রবি
  © টিবিএম ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর শহীদ মসিয়ূর রহমান হলের (শ.ম.র হল) আয়োজনে স্পোর্টস কার্নিভাল ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) উৎসব মুখর পরিবেশে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে স্পোর্টস কার্নিভাল ২০২৩ এর উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। স্পোর্টস কার্নিভালে ক্যারাম, টেবিল টেনিস, দাবা, কার্ড ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ছাত্র-ছাত্রীদের জীবনে পড়াশোনা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সুস্থ মন ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা করা উচিত। যবিপ্রবি খেলাধুলায় দেশ সেরা। সব ধরণের খেলায় আমাদের ছাত্রদের অংশগ্রহণ করা উচিৎ। টুর্নামেন্টে খেলার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব বাড়বে বলে আমি বিশ্বাস করি।


বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু পড়ালেখায় নয় খেলাধুলায়ও এগিয়ে আছে। তার স্বাক্ষর ইতোমধ্যে অনেক জায়গায় রেখেছে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার ও যে প্রয়োজন আছে। হল কর্তৃপক্ষ একটি টুর্নামেন্টের আয়োজন করেছে, আমি মনে করি এটি ভালো দিক। এতে আমাদের ছাত্রদের শারীরিক ও মানসিক দুটোই বিকশিত হবে বলে আমি আশা করি। 

শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ও নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুজ্জামান জাহিদ বলেন, প্রতিটি হলের মৌলিক কিছু বিষয় থাকে তার মধ্যে ক্রীড়া একটি। ছাত্রদের মৌলিক চাহিদা পূরন করতে এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়া সপ্তাহের আয়োজন করা হয়েছে। ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি ইনডোরে ক্যারাম, টেবিল টেনিস, কার্ড, দাবা এক সপ্তাহ ব্যাপী এ আয়োজন চলবে। পরবর্তীতে আমরা শীতকালীন আরও একটি ক্রীড়ার আয়োজন করবো।

উল্লেখ্য, শমর হল আয়োজিত স্পোর্টস কার্নিভালে ইনডোর এবং আউটডোরে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ক্যারাম, টেবিল টেনিস, দাবা ও কার্ড ইভেন্টের টুর্নামেন্ট গুলো ইনডোরে অনুষ্ঠিত হবে এবং আউটডোরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ