প্রথমবার ফাইনালে জাবির পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিকস বিভাগ
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিকস বিভাগ।
আজ রবিবার (১৭সেপ্টেম্বর) সকাল ৮ টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথম থেকেই দুই দলই সমান তালে খেলতে থাকে। প্রথমার্ধে দুই দল একাধিক গোলের সুযোগ সৃষ্টি করলেও কেউই সাফল্যের দেখা পায়নি। ফলে গোল শূন্য থেকেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিকস ডিপার্টমেন্ট। একের পর এক আক্রমনে বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার রক্ষনভাগ কাপিয়ে তুলেন তারা। অবশেষে দ্বিতীয়ার্ধে বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজির রক্ষণে ফাটল ধরিয়ে দুর্দান্ত গোল করেন ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী অভিষেক । এই গোলের মাধ্যমে ১–০ তে এগিয়ে যায় পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিকস ডিপার্টমেন্ট । এরপর দ্বিতীয় গোলটি করেন পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিকসের হয় ৫০ তম আবর্তনের শিক্ষার্থী মামুন। ফলে (২–০) গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিকস ডিপার্টমেন্টের । জয়ের মধ্যদিয়ে ফাইনাল নিশ্চিত করল পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিকস ডিপার্টমেন্ট ।
এই খেলা উপভোগের জন্য মাঠে উপস্থিত ছিলেন দুই বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী।
উল্লেখ্য আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইতিহাস বিভাগ বনাম পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিকস ডিপার্টমেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।