ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের আয়োজনে বর্ণাঢ্য ফুটসাল টুর্নামেন্ট 

ঢাবি
বিজয়ী টিম ও টিমের সঙ্গে সংশ্লিষ্টজনরা  © সংগৃৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন 'ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড' এর উদ্যোগে ওয়ালটন ল্যাপটপের পৃষ্ঠপোষকতায় উত্তরা এসডিআই এর টার্ফ মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো 'ফুটসাল টুর্নামেন্ট - ২০২৩' উৎসবমুখর পরিবেশে ফুটবলের এই সংক্ষিপ্ত সংস্করণ ফুটসালে মেতে ওঠে ফুটবল অনুরাগী ম্যানেজমেন্ট বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার বাইরে থেকে এসে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ও উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেয় ক্রিড়াপ্রেমী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের  শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

৩ নভেম্বর শুক্রবার দিনব্যাপী এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন  বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক জনাব গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের সাবেক সম্মানিত  শিক্ষক জনাব অধ্যাপক আলী আহসান। 

ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর ও  ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি এর কমিশনার জনাব মুশফিক মান্নান চৌধুরী। 

সমাপনী বক্তব্যে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক ও এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম  টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করার জন্য ওয়ালটন ল্যাপটপকে ধন্যবাদ জানিয়ে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকার কথা উল্লেখ করেন।

৬টি টিমের অংশগ্রহণে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হ‌ওয়ার গৌরব অর্জন করেন আসিফুর রহমান খানের দল 'টিম ফ্যান্টম' ও রানার্সআপ হয় আবুল খায়ের চৌধুরী রাহাতের দল 'টিম ট্রেইলব্লেজার'।


মন্তব্য