ভোক্তা সংগঠন 'সিওয়াইবি'র জাবি শাখার সভাপতি আরিফ, সম্পাদক কবির
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৩:১১ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ০৩:১১ PM

বেসরকারি ভোক্তা অধিকার সংগঠন 'কনশাস কনজ্যুমার্স সোসাইটি' (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’র (সিওয়াইবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে ম্যানেজমেন্ট বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আরিফ সানাকে সভাপতি এবং নৃবিজ্ঞান বিভাগের একই ব্যাচের ফাওজুল কবির রিমনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে ১৬ সদস্যের এ আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির জাবি শাখার প্রধান উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া। কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।
আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে। নতুন এ কমিটিতে- সহ-সভাপতি হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম, জীবন আহমেদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান শান্ত। এছাড়া, কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবু রুম্মান এবং উপ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবু তাহের।
কমিটির অন্য সদস্যরা হলেন- দপ্তর সম্পাদক- আয়শা সিদ্দিকা সূচি, উপ-দপ্তর সম্পাদক সানজিদা জিম, কোষাধ্যক্ষ- জি.ম. তাজমুল, ছাত্র কল্যাণ সম্পাদক আরিফ হোসেন, উপ-ছাত্র কল্যাণ সম্পাদক সাফিন শাহরিয়ার, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান সাকিব, উপ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক খায়ের মামুদ, আইটি ও লজিস্টিকস সম্পাদক রাহিমুল নাহিদ, উপ-আইটি ও লজিস্টিকস সম্পাদক আশিকুর রহমান আল মামুন।
নতুন কমিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাওজুল কবির রিমন তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বলেন, 'আমরা খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব এবং আলোচনা সাপেক্ষে বটতলাতে শিক্ষার্থী বান্ধব খাদ্যের একটি মূল্য তালিকা দিব। এছাড়া, খাদ্য ভেজাল, টেস্টিং সল্ট এসবের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ব্যবস্থা থাকবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনদের সহযোগিতা কামনা করছি।'