ঢাবির ৯ গেটে তালা দিলো ছাত্রদল

ঢাবি
  © টিবিএম ফটো

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক ভবনসহ ৯ গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ঢাবি শাখা ছাত্রদল। তালার সাথে ‘দেশ রক্ষার অবরোধ সফল হোক' লেখাসংবলিত একটি করে ব্যানার ঝুলিয়ে দিয়েছে সংগঠনটি।


আজ রবিবার (৫ নভেম্বর ) ভোর ৬টার দিকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, মসজিদ গেট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চারুকলা অনুষদ এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই গেট, শারীরিক শিক্ষা কেন্দ্র এবং বিজ্ঞান লাইব্রেরির ফটকে তালা ঝুলিয়ে ব্যানার-পোস্টার লাগিয়েছে ছাত্রসংগঠনটি। চারুকলা অনুষদের ফটকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত একটি ব্যানার দেখা যায়। ব্যানারটিতে লেখা ছিল, ‘অবরোধ, অবরোধ, অবরোধ। রাষ্ট্র মেরামতের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।’


এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বাংলাদেশ মোমেন্টসকে বলেন, দেশ বাঁচানো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এর দাবিতে জনগণকে সাথে নিয়ে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই কর্মসূচি পালন করে।


তিনি আরও বলেন, ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা দেশ রক্ষার এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। কিন্তু, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু আওয়ামীপন্থিরা শিক্ষক জোরপূর্বক শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা দিতে বাধ্য করছেন। তাই, শিক্ষার্থীদের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তালা মারার কর্মসূচি পালন করে।

 

এদিকে তালা লাগানোর খবর পেয়ে সকালে এসব তালা ভেঙে ফেলা হয়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা সকাল হতেই তালাগুলো ভেঙে ফেলেন।


তবে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তালা লাগানো দেখেননি বলে জানান। তিনি বাংলাদেশ মোমেন্টসকে বলেন, ‘তারা নাকি তালা লাগিয়েছে অথচ কোথাও তালা দেখলাম না। শুধু ফেসবুকের মাধ্যমে এটা জেনেছি কিন্তু বাস্তবে এটার কোন মিল নাই। ছাত্রলীগের পক্ষ থেকে তাদের আহ্বান জানাবো যাতে তারা ইনভিজিবল (অদৃশ্য) পার্টি থেকে ভিজিবল ( দৃশমান) পার্টি হয়।'


মন্তব্য


সর্বশেষ সংবাদ