ঢাবির একাডেমিক ভবন থেকে ককটেল উদ্ধার
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১১:৩২ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১১:৩২ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন থেকে দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৬ নভেম্বর) সকাল দশটায় ভবনের নিচতলার ১১০৬ নাম্বার কক্ষের ওয়াশরুম থেকে এসব ককটেল উদ্ধার করে রাজধানীর শাহবাগ থানা পুলিশ। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি।
জানা যায়, ভবনটির নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন ভবনের নিচতলার ১১০৬ নাম্বার কক্ষের ওয়াশরুমে ককটেল সদৃশ দুইটি বস্তু দেখতে পান। পরবর্তীতে বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানকে জানালে তিনি শাহবাগ থানাকে বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ১০ টা ৪০ মিনিটের দিকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে ককটেল দুইটি উদ্ধার করে নিয়ে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানের মন্তব্য জানতে ফোন করা হলে তিনি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি। কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছিরের মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।