আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন  © সংগৃৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী ‘চৈতালী’ বাসে আগুন দেয়ার একদিন পরেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বাংলাদেশ মোমেন্টসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সোমবার (৬ নভেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নাম্বার গোলচত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি স্টাফ বাস মিরপুর ১০ নাম্বার গোলচত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে আসতেই বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাসের যাত্রী ও আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা ও কর্মচারী ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বাংলাদেশ মোমেন্টসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি স্টাফ বাসে আগুন দেয়ার খবর জেনেছি। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কেউ ছিলেন না। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

এর আগে গতকাল রবিবার বিকাল চারটায় রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী ‘চৈতালী' নামের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় বাসে আগুন দিতে ব্যর্থ হয় তারা।


মন্তব্য