চবিতে ‘ক্যাম্পাস ভয়েজ’ এর উদ্যোগে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা সভা
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০৯:১২ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ০৯:১২ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের প্রতিনিধিত্বহীনতার সাময়িক সমাধান হিসেবে গড়ে তোলা একশন প্রজেক্ট- ‘ক্যাম্পাস ভয়েজ’ এর উদ্যোগে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কিত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীবৃন্দ, ডিএফটিপি (DFTP) কোর্সের শিক্ষার্থীবৃন্দ এবং চিটাগং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেটের বিতার্কিকবৃন্দ।
এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী। ডেমোক্রেসি শব্দের উদ্ভব, অর্থ এবং বাংলা অঞ্চলে গণতন্ত্রের ধারণায় বিভিন্ন রাজনৈতিক, ঐতিহাসিক উদাহরণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের গণতন্ত্র বিষয়ক প্রাথমিক ধারণা প্রদানের মধ্য দিয়ে তিনি এ সম্পর্কিত আলোচনা উপস্থাপন করেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার বর্তমান পরিস্থিতি। যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সংবিধান বা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স সম্পর্কে সম্যক ধারণা অর্জনে সবাইকে তিনি উদ্ধুদ্ধ করেন।
এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্বহীনতার সমাধানে ভারবাহী হিসেবে শুধু শিক্ষার্থী-শিক্ষকই নয়, পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদেরও সংযুক্ত করার জন্য আহবান জানান।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বহীনতার সাময়িক সমাধান হিসেবে গড়ে তোলা হয়েছে একটি একশন প্রজেক্ট - ক্যাম্পাস ভয়েজ (CampusVoice), যা বিশ্ববিদ্যালয় পর্যায়ের সিভিক এডুকেশান কোর্স ডেমোক্রেসি: ফ্রম থিওরি টু প্রেকটিস (Democracy : from Theory to Practice) এর অন্তর্ভুক্ত।