বিএনপির ৩য় দফা অবরোধ সমর্থনে জবি ছাত্রদলের মিছিল
- জবি প্রতিনিধি:
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১২:৪০ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ১২:৪০ PM

বিএনপির ডাকা তৃতীয়দফায় দেশব্যাপী অবরোধ সমর্থনে পুরান ঢাকার ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৯টা নাগাদ পুরান ঢাকা এলাকায় মিছিল করে ছাত্র সংগঠনটি। মিছিলটি বাংলাবাজার থেকে শুর হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ গেট হয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়িতে যেয়ে শেষ হয়। এর নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
এ নিয়ে ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বলতে চায় আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত যতই হামলা মামলা গ্রেফতার করুক আমরা রাজপথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, 'অবৈধ ফ্যাসিস্ট সরকারের দূর্নীতি আর মিথ্যা মামলা হামলার কারনে সমগ্র দেশ বিপর্যস্ত এবং কারাগারে পরিনত হয়েছে। ১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না।দেশ ও দলের প্রয়োজনে,সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মানে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও রাজপথে থাকবো। এই অবৈধ ফ্যাসিস্ট সরকার অনতিবিলম্বে পদত্যাগ না করলে রাজপথের উত্তপ্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করবো।'