বেরোবিতে ছাত্রলীগের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বেরোবি
  © টিবিএম ফটো

বিএনপি-জামায়াত ঘোষিত হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পার্কের মোড়, মর্ডান মোড় সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাফেটেরিয়াতে এক সমাবেশে মিলিত হয়।

এ সময়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, এখন স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি। ঠিক সেই সময়ে বিএনপি-জামায়াত হরতাল অবরোধের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ২৮ অক্টোবর যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্ভোধন করেন ঠিক সেই সময়ে বিএনপি, জামায়াত মহাসমাবেশের নাম দিয়ে আগুন, জ্বালাও,-পোড়াও রাজনীতি শুরু করে দিয়েছে। তাদের জানিয়ে দিতে চাই আমরা হরতাল-অবরোধ মানি না। আমরা ছাত্র সমাজ আজ ঐক্যবদ্ধ ।

শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, বিএনপি জামায়াত তারুণ্যের অগ্রযাত্রা রোধ করতে চায়। তারা আবার হরতাল, অবরোধের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সহিংসতা শুরু করেছে। তাদের এই নৈরাজ্য আমাদের তরুণ ছাত্র সমাজ এবং দেশের মানুষ সহ্য করবে না। আমরা কোনো অপশক্তিকে মাথা ছাড়া দেওয়ার সুযোগ দিব না। আমরা জনগণের কাছে দ্বায়বদ্ধ। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো নৈরাজ্য হতে দেওয়া হবে না। ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে  থাকে। মনে রাখবেন আপনারা ভালো থাকলে, আমরা ভালো থাকি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ