হরতাল-অবরোধের বিরুদ্ধে রাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- রাবিপ্রবি প্রতিনিধিঃ
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ PM

দেশব্যাপী বিএনপি-জামায়াত ঘোষিত হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী কয়েকজনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় শাখা ছাত্রলীগের সকল বিভাগ, অনুষদ ও হলের কর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।
রাবিপ্রবি ছাত্রলীগের বিভিন্ন নেতাদের সাথে কথা বলে জানা যায়, ”দেশজুড়ে বিএনপি-জামায়াত যে অবরোধ, সন্ত্রাস, সহিংসতা, অগ্নিসংযোগ চালাচ্ছে তার বিরুদ্ধেই আজকের এই বিক্ষোভ মিছিল”। দেশকে অস্থিতিশীল করে যারা তারুণ্যের অগ্রযাত্রা রোধ করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায় তাদের রুখে দিতে শিক্ষার্থীরা সদা প্রস্তুত। দেশের জনগণের জানমালকে যারা ক্ষতিগ্রস্ত চায়, তাদের রেহাই দেওয়া হবে না।”
উল্লেখ্য গত ২৯ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধের নামে যে আগুনসন্ত্রাস, হত্যাকাণ্ড ও সহিংসতা ঘটাচ্ছে তার প্রতিবাদে দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, কলেজ, উপজেলায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষার্থীরা পূর্বের ন্যায় সেশন জট চায় না। শিক্ষার্থীরা বিএনপি জামায়াতের কালো যুগে ফিরে যেতে চায় না বলে সাধারণ শিক্ষার্থীরাও আজ রাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছে।