ঢাবি শিক্ষার্থী শামীমা বাঁচতে চায়
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৫০ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৫০ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীমার জীবন বাঁচাতে আর্থিক সাহায্য প্রয়োজন। প্রাথমিকভাবে চিকিৎসা চালানোর জন্য এক লাখ টাকা দরকার যা তার পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় সকলের কাছে সাহায্যের উদাত্ত আহবান জানিয়েছে শামীমার পরিবার।
গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বাসে করে বাড়ি ফেরার পথে মাধবদী বাস স্ট্যান্ডে বাস থেকে নামতে গিয়ে পড়ে যায় শামীমা এবং মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এর ফলে তার ইন্টারনাল ব্লিডিং হয় এবং কান দিয়ে রক্ত প্রবাহিত হয়। বাসে থাকা অন্যান্য শিক্ষার্থীগণ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়।
এর পরেরদিন (৬ নভেম্বর) দুপুর বেলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে মাথার খুলি ওপেন করে ব্রেন অপারেশন করা হয়। বর্তমানে সে ঢামেকের এইচডিইউ (বেড নং ১৪) তে ভর্তি আছে।
শামীমার বাসা নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গাজীপুরা( গোপালদি) গ্রামে। তার পিতার নাম এম এ জামান।
সাহায্য পাঠাবেন যেভাবে-
বিকাশ : 01726078408 ( রোগীর বাবা)
নগদ: 01772732028 (রোগীর বাবা)
UCB Bank : 1473201000005561
(এম এ জামান - রোগীর বাবা)
অথবা উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রব্বানীর কাছে সাহায্য পাঠাতে পারেন- বিকাশ/ নগদ: 01817660636 ( গোলাম রব্বানী)
সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা
Mohammad Golam Rabbani
একাউন্ট নম্বর: 4405734139649