ঈশ্বরদীতে বিএনপির অবরোধের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদী
  © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধকে অবৈধ   বলে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার(৯ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত এসব কর্মসূচি করা হয়েছে। সকাল ১১ টার দিকে পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ করেছে পাবনা-৪ আসনের(ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।  এসময় তিনি বিএনপির এ অবরোধকে নাশকতা সৃষ্টির ফাঁদ বলে মন্তব্য করে বলেন, বিএনপি-জামাতের অবরোধকে সাধারন জনগন প্রত্যাখ্যান করেছে। জনগনকে নিয়ে একসাথে রাজপথে রয়েছি যেন বিএনপির সন্ত্রাসী বাহিনী কোনভাবে আমাদের জানমালের উপর আক্রমন করতে না পারে। নির্বাচনকে বানচাল করতে তারা নানান পায়তারা করছে। তাই সকলকে সতর্ক থাকতে ও তাদের এ অবরোধকে মোকাবিলা করতে প্রস্তুত থাকার আহ্বান জানচ্ছি।

এ সময় আরও বক্তব্য রাখেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা,  উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দারা প্রমুখ।

তার আগে এমপি পূত্রের উদ্যোগে শহরের বাজার এলাকা থেকে রাজু সিনেমাহল পর্যন্ত প্রধান সড়ক পদক্ষিন করে বিশাল মোটর শোভাযাত্রা বের করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা অবরোধ বিরোধী নানা স্লোগান দেয়।


মন্তব্য