টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঢাবি ভিসির শ্রদ্ধা নিবেদন
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০২:৩৭ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৩, ০২:৫৫ PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। আজ শুক্রবার (১০ নভেম্বর) তিনি শ্রদ্ধা জানান। এসময় ঢাবি ভিসি ছয় শতাধিক শিক্ষক সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
জানা যায়, উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর পরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নাম্বারে অবস্থিত তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল। এরপর আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রায় ছয় শতাধিক শিক্ষক নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।
এসময় উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার, ঢাবি শিক্ষক সমিতি, আওয়ামী লীগ পন্থী শিক্ষকের সংগঠন নীল দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, বিভাগ/ ইনস্টিটিউটের চেয়ারম্যান/ পরিচালকসহ প্রায় ছয় শতাধিক শিক্ষক সাথে রয়েছেন।
এর আগে গত ১৫ অক্টোবর রাষ্ট্রপতি ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য সাহাবুদ্দিন চুপ্পুর আদেশক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকল ১১ (২) অনুসারে সাময়িক নিয়োগ পান অধ্যাপক মাকসুদ কামাল। এরপর চলতি মাসের ৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন তিনি।