যশোরে ১০কেজী গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ আটক ২
- অমল পালিত, যশোর প্রতিনিধি
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:২১ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ০৯:২১ PM

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে, শনিবার (১১নভেম্বর) চৌগাছা উপজেলার আন্দুলিয়া থেকে ১০ কেজী গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদক ব্যবসায়ীরা হলেন চৌগাছার গয়রা গ্ৰামের আক্কাসের ছেলে রুহুল আমিন,অপর জন হলেন চৌগাছার হিজলি গ্ৰামের শামসুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম।
ডিবির এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান জানান,উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬,০০,০০০/= টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।